সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় স্বেচ্ছায় (বিনা পারিশ্রমিকে) বেড়িবাঁধ পুনঃ:মেরামত করলেন স্থানীয় কৃষকরা।
২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় গুলিয়াখালী সী-বিচে বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় এলাকার কৃষকদের আহ্বানে সাড়া দিয়ে চাকুরিজীবী, ছাত্র, প্রবাসী ও সামাজিক সংগঠন যৌথভাবে বেড়িবাঁধ নির্মাণ কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করে বাঁধ রক্ষায় কাজ করছে। ১৫০ জন লোক স্থানীয় হাজার হাজার মানুষকে বন্যা ও সাগরের পানি থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা।
এ সময় কৃষক ও স্থানীয়রা বলেন, সরকারিভাবে কখন কাজ হবে তা নিয়ে বসে থাকলে চরম ভোগান্তির মুখোমুখি হতে হবে। তাই আজ সকাল ৮টায় স্বত:স্ফূর্ত সিদ্ধান্ত গ্রহণ করে কৃষক শ্রমিক ছাত্র জনতা স্বেচ্ছাশ্রমে বেড়ি বাঁধ সংস্কারে অংশ নেয় বলে জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available