• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩০:৪৮ (11-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩০:৪৮ (11-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌলভীবাজার সদরে ৭ প্রার্থী বৈধ, বাতিল ১

২৪ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩৯:১৪

মৌলভীবাজার সদরে ৭ প্রার্থী বৈধ, বাতিল ১

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

২৩ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহীন রহমানকে একক প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে কামাল হোসেনের মনোনয়ন বৈধ এবং অপর প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মনোনয়ন প্রক্রিয়াধীন ছিল। পরে বিকেলে যাচাই-বাছাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

মৌলভীবাজারে সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. তুষার আহমেদ, শাহ সিতার আহমেদ, অমিত হাসান সাজু ও আমিরুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ।

ঋণ খেলাপি থাকায় আব্দুল আজিজের প্রার্থিতা স্থগিত বলে ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো আশিক
১০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৪১