মনিরামপুর (যশোর) প্রতিনিধি: ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও দ্বিতীয় স্বাধীনতার ১ মাস পূর্তি উপলক্ষে যশোরের মনিরামপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় মনিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মিছিল শুরু হয়।
মিছিলটি মোহনপুর বটতলা থেকে মনিরামপুর বাজার প্রদক্ষিণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুরের প্রায় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই এবং আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আন্দোলনে শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার মোস্তাকিম আল রাব্বি সাকিব, ফয়সাল মাহমুদ, অভি হাসান, শরিফ মাহমুদ, অনিক হাসান, আকিব চৌধুরী, আফরিন সুলতানা আনিকা, সানজিদা আক্তার সোনিয়া, নাবিদ হাসান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available