নীলফামারী প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে নীলফামারীর কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ পালন করেছে।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল চারটায় কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা।
এই মার্চটি কিশোরগঞ্জ শহীদ আবু সাঈদ চত্বর (সাবেক ঝর্ণার মোড়) হয়ে কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের মোড় হয়ে ঘুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পদযাত্রা শেষ করে।
এসময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগানে সরব হয়ে উঠে। আবু সাঈয়েদ, মুগ্ধ হত্যার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, ফ্যাসিস্ট সরকারের বিচার চাই, বিচার চাইসহ নানা স্লোগানে এলাকা ভারী হয়ে উঠে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available