সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৌঁছালে সেটি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। ৫ জানুয়ারি শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় বেঙ্গল পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো ব-১২-২৫৫৫) থেকে এটি উদ্ধার করা হয়।
বোমা সদৃশ বস্তু পাওয়া পরিবহনটির সুপার সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী তাদের বাসে উঠেন। পরবর্তীতে সেখান থেকে গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে আরও যাত্রী তুলেছেন। এর পর হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় গাড়ির যাত্রী গণনা করতে গিয়ে দেখতে পান গাবতলী থেকে ওঠা পেছনের ওই যাত্রী গাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি। একপর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগে সুপারভাইজার দেখতেন পান বোমা সদৃশ বস্তুটি। পরে ৯৯৯ এ কল দেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে বেঙ্গল পরিবহনের ওই বাস থেকে বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায়। তবে এটা আসলেই বোমা কিনা তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না। আমরা বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা তদন্ত করে দেখলে নিশ্চিত হওয়া যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available