স্টাফ রিপোর্টার, সাভার: সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসি ডিএস) এর আগামী দুই বছরের জন্য আশুলিয়া থানা উপ-শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে জহিরুল ইসলাম খান লিটনকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেয়া হয়।
১৪ জুন শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার (২য় তলায়) ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে এ উপ-শাখার কেক কেটে আত্মপ্রকাশ করেন নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
এর আগে ১২ জুন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির ঢাকা জেলা শাখার সভাপতি সফিউদ্দুন আহমেদ সাক্ষরিত প্যাডে আশুলিয়া থানা উপ-শাখার ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মেয়াদ আগামী দুই বছরের জন্য অনুমোদন দেন।
এ সময় আশুলিয়া থানা উপ-শাখার কার্যকরী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হলেন, আনিকা মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মো. জহিরুল ইসলাম খান লিটন, সিনিয়র সহ-সভাপতি নুর মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. নূর উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি ভাই ভাই মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মো. জাহিদ হাসান সিকদার ও সহ-সভাপতি খান ফার্মার স্বত্বাধিকারী মো. মোর্শেদ আলী খান পাপ্পু।
কার্যকারী কমিটির সদস্য হলেন- বেপারী ফার্মেসির স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, সুমন ফার্মেসির স্বত্বাধিকারী মো. শাহ- জাহান সুজন, প্রান্তিক মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম, জিহাদ ফার্মেসির স্বত্বাধিকারী জিহাদুল ইসলাম জিহাদ, শুয়েব ফার্মেসির স্বত্বাধিকারী শুয়াইবুর রহমান, তাসনীম মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মো.শাহাবুদ্দিন আহমেদ রাজা,কাজী ফার্মেসির স্বত্বাধিকারী কাজী মানছুর হাসান, লুবনা ফার্মেসির স্বত্বাধিকারী মো.শাহাদাত হোসেন উসমান, জিয়া ড্রাগ হাউজ-২ স্বত্বাধিকারী মো.এমদাদুল হোসেন, এম আর মেডিসিন পয়েন্টের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, ইসফার ড্রাগ হাউজের স্বত্বাধিকারী মো.ইসমাইল পারভেজ, জোবেদা মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম ও আলিফ মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মো. সালাউদ্দিন খান কাজল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available