সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৯ মার্চ রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন স্কুলে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আরিফ হোসেন মুন।
নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি পদে ২৪ জন প্রার্থী ও সহযোগী গ্রুপে ৫টি পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ পুরো প্যানেল জয় লাভ করে।
নির্বাচনে সাধারণ গ্রুপে আব্দুল ওয়াহেদ সরকার প্রাপ্ত ভোট ১১০৩, আলহাজ্ব মিজানুর রহমান ১১১৯ ভোট, মনিরুল ইসলাম সুইডেন ১১১৭ ভোট আতিয়ার রহমান ১০৯৩, রুকুনুজ্জামান সরকার লেমন ১০০৬ ভোট, মফিজার রহমান ১০৩৮ ভোট, মোকছেদুল ইসলাম মোকছেদ ৯৭৯ ভোট, আরমান হাবীব ৯৮৫ ভোট, সামিউল ইসলাম শাওন ১০৯৮ ভোট, দেলোয়ার হোসেন ৮৮৩ ভোট, মাহবুবর রহমান মনি ৮৬৬ ভোট ও মোহাম্মদ আসাদুজ্জামান রাশেদ ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহযোগী গ্রুপে মো. নওশাদ আলম ৬২৫ ভোট, আখতার সিদ্দিকী পাপ্পু ৬০৭ ভোট, নাঈম ইসলাম জীবন ৫৯৫ ভোট, রিপন কুন্ডু ৫৬৯ ভোট ও মানু হোসেন ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আরিফ হোসেন মুন বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোট দিয়েছেন। প্রার্থীরাও সুষ্ঠু ভোট পরিচালনায় যথেষ্ট সহযোগিতা করছেন। সাধারণ গ্রুপে শতকরা ৮৪.৬৯ শতাংশ ও সহযোগী গ্রুপে ৮২.৩৪ শতাংশ ভোট পড়েছে।
নীলফামারী চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন বোর্ডের পক্ষ থেকে প্রশাসন,প্রার্থী ও ভোটারগণসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available