গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইয়ার হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার ইয়ার হোসেন টঙ্গীর এরশাদ নগর এলাকার ৬নং ব্লকের আব্দুর রশিদের ছেলে।
১১ জুন মঙ্গলবার দুপুরে এরশাদ নগর ৬নং ব্লকে এ ঘটনা ঘটে। অতর্কিত হামলায় তার মাথাসহ শরীরের নানা স্থানে জখম হয়েছে এবং সামনের একটি দাঁত ভেঙে গেছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি)।
এ হামলা ও আক্রমণের ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী নিজেই বাদি হয়ে এরশাদ নগর এলাকার ৬নং ব্লকের কামাল মিয়ার ছেলে মিরুল (২৮) ও মিরুলের স্ত্রী সাবিনা (২৩) কে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মিরুল (আসামি) ভুক্তভোগীর বাসার সামনে প্রতিনিয়ত মাদক কেনা বেচা করে। বিষয়টি নিয়ে তাদেরকে একাধিক বার বারণ করলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রকাশ্যে তার উপর হামলা চালায়।
এ সময় তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার মাথার কানে ও পায়ের হাটুসহ শরীরের নানান স্থানে আঘাত করে। এছাড়াও ভুক্তভোগীর সামনের দাঁত ভেঙে দেয়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী ইয়ার হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। এসব কাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে বাসায় যাওয়ার পথে জনসম্মুখে দলবল নিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমার পায়ের অবস্থা খুব খারাপ। তাছাড়া আমার মুখের সামনের একটি দাঁত ভেঙে গেছে আরোও দুইটি দাঁত আশঙ্কাজনক। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশে জিরো টলারেন্স। সারা দেশের মতো টঙ্গী পূর্ব থানায়ও মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available