• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:২১:১৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:২১:১৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে এশিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৭ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২:২৬

চাঁপাইনবাবগঞ্জে এশিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে এশিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে এশিয়ান টিভির রিপোর্টার আল-আমিনের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনামসজিদ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু।

এ খেলায় ডিএ একাদশকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিএস একাদশ।

চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন ধরে চলা এশিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে উপভোগ করেন দর্শকরা। মাঠে ভিড় করেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। এ সময় আনন্দে মেতে উঠেন দর্শকরা। আর খেলাধুলা করে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন খেলোয়াড়দের।

যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প কিছু নেই। যত ধরনের অপরাধ রয়েছে এবং যত ধরণের মাদকের নেশা রয়েছে সব ধরনের অপরাধ থেকে যুব সমাজকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা এবং সংস্কৃতি বলে মনে করেন টুর্নামেন্টের আয়োজকরা।

গত ১১ ডিসেম্বরে শুরু হওয়া এই টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৫টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে ট্রফি, পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১