রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি থেকে কাঠভর্তি ট্রাক ঢাকায় যাওয়ার সময় দেপ্পোছড়ি এলাকায় অতর্কিত ব্রাশ ফায়ার করেছে একদল উপজাতীয় সন্ত্রাসী। গুলিতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়, চালক ছৈয়দ আলম বামপায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত। এসময় ট্রাকের ২ টি চাকা ফেটে যায়। ১০ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় রাঙামাটি সদর উপজেলা দেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটিদে মোট ১৩ টি গুলি লেগেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে আহত ছৈয়দ নামের একজন চালককে হাসপাতালে আনা হয়েছে। সাথে সাথেই আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেছি। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা খুঁজে দেখার চেষ্টা চালাচ্ছি।
ট্রাকের চালক জানিয়েছেন, তিনি রাঙামাটি থেকে কাঠ বোঝাই করে মানিকছড়ি চেকপোস্টে সকল কাগজপত্র চেকিং শেষে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। দেপ্পোছড়ি নামক এলাকায় এলে ভারি অস্ত্রসজ্জে সজ্জিত ৭-৮ জনের একদল উপজাতীয় অস্ত্রধারী রাস্তার উল্টো দিক থেকে তার ট্রাকে অতর্কিত ব্রাশ ফায়ার করে। এসময় ট্রাকের তেলের ট্যাংক ফুটো হয়ে তেল পড়া শুরু করে। প্রাণ রক্ষায় আমি গাড়িটি চালিয়ে চম্পাতলি এলাকায় নিয়ে আসি। পরে নিরাপদ দূরত্বে রাস্তার উপর বিকল গাড়িটি রেখে স্থানীয়দের সহায়তায় ঘাগড়া আর্মি ক্যাম্পে আশ্রয় নেই।
ঘটনার পরপরই মানিকছড়ি থেকে ঘাগড়া পর্যন্ত সড়কে নিরাপত্তা বাহিনী সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই ঘটনায় বেলা ১১ টার থেকে রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ট্রাক চালকরা।
প্রসঙ্গত, কয়েকমাস আগেও একই স্থানে রাঙামাটি চট্টগ্রাম সড়ক রক্ষায় ধারক দেয়াল নির্মাণ করা ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইরর গাড়িতে ২ দফায় আগুন ধরিয়ে দিয়েছিলো পাহাড়ি সন্ত্রাসীরা। একই এলাকায় বুধবার বেলা ১১টায় একে-৪৭ রাইফেল দিয়ে ব্রাশ ফায়ার করে কাঠভর্তি গাড়ি জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পার্বত্য চুক্তি বিরোধী সংগঠনের সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available