পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট শাখার আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির ক্ষতিগ্রস্ত রিমালে আক্রান্ত সদস্যদের মাঝে ঘরবাড়ি সংস্কার ও লেট্রিম মেরামতের জন্য টিন বিতরণ করা হয়েছে।
২৬ জুন বুধবার বিকালে ইন্দেরহাট ব্র্যাক শাখা অফিসে অনুষ্ঠিত সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ভাইভার সিটি প্রোগ্রাম রিজিওনাল ম্যানেজার উর্মি ভাদুড়ী, নেছারাবাদ উপজেলা হিসাব কর্মকর্তা কপিল বিশ্বাস, শাখা ব্যবস্থাপক (দাবি) পঙ্কজ কুমার পাল ও শাখা ব্যবস্থাপক (ইউ.পি.জি) লিটন মন্ডল।
ব্র্যাক ইন্দুরহাট ইউপিজি কর্মসূচির শাখা ব্যবস্থাপক লিটন মন্ডল জানান, নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট শাখায় আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত প্রাথমিক পর্যায়ে চিহ্নিত অতি দরিদ্র ১৪টি পরিবারের সদস্যদের মাঝে ৮৪০০০ টাকা মূল্যের ঘরের টিন ও ৩৯ জন সদস্যকে ল্যাট্রিন মেরামতের জন্য ৫৮৫০০ টাকা বিতরণ করা হয়।
এছাড়াও রেমালে ক্ষতিগ্রস্ত ১৩ জন সদস্যকে ২০০০ টাকা করে মোট ২৬০০০ টাকা জরুরি সেবা প্রদান করা হয়। উল্লেখ্য, সর্বমোট ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকার অনুদান দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available