সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: দীর্ঘ ২২ বছর পর নিজস্ব ভবনের কার্যক্রম শুরু করলো নোয়াখালীর সেনবাগ পৌরসভা।
৫ মে রোববার দুপুরে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম পৌর শহরের উত্তর অর্জুনতলায় ফলক উম্মোচন করে পৌরসভার নতুন অফিস ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের সহকারী পরিচালক মাহমুদুর রশিদ মজুমদার, সেনবাগ সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্ল্যা বাহার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম বাবু, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ও উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম।
সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসাইন সুমন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available