রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ার একমাত্র বাঁশের বেড়ার তৈরি স্কুল ছিলো লালানগর ইউনিয়নের কালা গাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতা নিয়ে শিক্ষার্থীরা পাঠগ্রহণ করে আসছিলো। অবশেষে বেড়ার তৈরি স্কুলটি এবার পাকা হচ্ছে। শুধু স্কুল ভবন হিসেবেই নয়, নির্মাণাধীন তিন তলা বিশিষ্ট ভবনটি ব্যবহৃত হবে দুর্যোগকালীন সাইক্লোন শেল্টার হিসেবেও।
এটি ছাড়াও আরও তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ চলছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্পের আওতায় এই চারটি সাইক্লোন শেল্টার নির্মিত হচ্ছে।
জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠিত কালা গাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে বর্তমানে একশ’ ৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টিতে এখনো বেড়ার তৈরি শ্রেণি কক্ষে পাঠদান করা হচ্ছে। তাদের জন্য নেই কোনো শৌচাগারের ব্যবস্থা। বৃষ্টি এলেই পাঠদান বন্ধের উপক্রম হয়। অবশেষে নতুন পাকা ভবন হতে যাওয়ায় শিক্ষার্থীদের আর জীর্ণশীর্ণ শ্রেণিকক্ষে পাঠ নিতে হবে না। ভবন নির্মাণ কাজ চলায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
৭ জুলাই রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে ভবনটির প্রথম তলার কাজ শেষ হয়েছে। এদিন ছাদ ঢালাইয়ের কাজ করা হয়েছে। এসময় কাজ পরিদর্শনে আসেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, বিশ্বব্যাংকের প্রতিনিধি প্রকৌশলী কাজী শাহাদাত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জসিম উদ্দিন তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক মো. কুতুব শাহ।
উপজেলা প্রকৌশল কার্যালয় সুত্রে জানা যায়, কালা গাজীপাড়া স্কুল ছাড়াও রাঙ্গুনিয়ায় দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি হচ্ছে আধুনিক মানের আরও ৩টি পৃথক সাইক্লোন শেল্টার। বাকী তিনটি ইমাম আবু হানিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রহ্মোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার উপযোগী করে নির্মাণ করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, ভবনগুলোর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। যথাযথ গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে ভবনগুলোর নির্মাণ কাজ সম্পাদন করা হবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available