সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: পার্বত্য অঞ্চল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে বেশির ভাগ সময় বিড়ম্বনায় পড়েন। পরীক্ষার নির্ধারিত স্থান খুঁজে পেতে দুর্ভোগে পড়তে হতো অনেক ক্ষেত্রে। বিষয়টি মাথায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও পানি, কলম, স্কেল দিয়ে সহযোগিতার জন্য স্থাপন করা হয়েছিল পিসিসিপি'র ‘হেল্প ডেস্ক’।
৮ মার্চ শুক্রবার পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি'র) কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাত হোসেন কায়েশ ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ 'পিসিসিপি' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দিনব্যাপী ডেস্ক বসিয়ে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিসিসিপি'র পক্ষ থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ, চলাচলের সুবিধার্থে বাইক সার্ভিস, কলম, স্কেল ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থাসহ ইত্যাদি সেবা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলার দূর্গম ও দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আসেন। তাদের যেন কোন সমস্যায় পড়তে না হয়, তারা যেন না চাইতেই সকল সহায়তা পেয়ে থাকে সেজন্য আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানাবিধ প্রচেষ্টা করে যাচ্ছি।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি'র কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম। এ সময় তিনি ভর্তি সহায়তা প্রসঙ্গে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের প্রতি নানা বৈষম্য, বঞ্চনা ও জুলুমের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। তাই জনসংখ্যা অনুপাতে সর্বক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিবেদিত “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)" একটি দেশ প্রেমিক ও জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের সংগঠন।
পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদ গোলাম নওশাদ বলেন, পিসিসিপি'র কার্যক্রম সম্পর্কে জানান দিতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এবার ২০২৩-২০২৪ সেশনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি।
'হেল্প ডেস্ক' চলাকালীন পিসিসিপি'র অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হোসেন হৃদয়, দফতর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ইমন, পার্বত্য বিষয়ক সম্পাদক মো. আনসারী, উপ ক্রীড়া সম্পাদক দিদার আলী সরকারসহ অসংখ্য নেতাকর্মী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available