মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় অ্যাকাডেমিক ভবনে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি কেন্দ্রে ২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে উপস্থিতির হার ছিল ৯০-৯২ শতাংশ।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলো বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি), রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি। এছাড়া ভর্তি পরীক্ষার্থী ও অবিভাবকদের জন্য বিনামূল্যে শরবত ও সুপেয় পানি বিতরণ করে সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব (সিডিসি)।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available