• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৪:১৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৪:১৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবির প্রতি আসনের জন্য লড়বেন ৪১ শিক্ষার্থী

১৭ মার্চ ২০২৫ সকাল ০৭:৩৯:২০

হাবিপ্রবির প্রতি আসনের জন্য লড়বেন ৪১ শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য এবার A ইউনিটে আসনপ্রতি আবেদন করেছেন ৪৮ জন। B ইউনিটে ৩১ জন, C ইউনিটে ২৫ জন এবং D ইউনিটে ৭৭ জন করে আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর মধ্যে A ইউনিটে ২৫,৪০৬ জন, B ইউনিটে ২২,২৯৫ জন, C ইউনিটে ৬,৮৪৯ জন এবং D ইউনিটে ১৮,৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ১৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২,৯৯৩ জন শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়বেন ৪১ জন শিক্ষার্থী ।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে এ বছর স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবি। আগামী ৫ মে A ইউনিট, ৬ মে B ইউনিট এবং ৭ মে C ও D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬