• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০৮:১২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০৮:১২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহাদেবপুরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

৫ নভেম্বর ২০২৪ সকাল ১১:০১:৪০

মহাদেবপুরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে মারপিট, নগদ অর্থ লুটপাট, মোটর সাইকেল ভাংচুর ও হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৭ দিনেও থানা পুলিশের বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানায়, উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম তার চাচাত ভাই একই গ্রামের হামেদ আলীর ছেলে জাহিদুল ইসলামকে সাথে নিয়ে গত ৩০ অক্টোবর বুধবার সকালে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মশিদা সুলতানপুর এলাকায় ধানের জমি দেখার উদ্দেশ্যে রাস্তার পাশে মোটর সাইকেল রাখা মাত্র পূর্বশত্রুতার জের ধরে দেওয়ানপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুল জলিল, সাইদুর রহমানের ছেলে সোহেল, তোফাজ্জল হোসেনের ছেলে রফিকুল ইসলাম, মৃত নইমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, হাশেম আলীর ছেলে নুরনবী, ফজলুর রহমানের ছেলে সাদ্দাম হেসেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আরিফুল ইসলাম ও জাহিদুল ইসলামকে মারপিট করতে থাকে। তারা মারপিট করে আরিফুল ইসলামের বাম হাত ভেঙে দেয়।

এ সময় প্রতিপক্ষ তাদের কাছ থেকে গরু কেনার জন্য রাখা নগদ ১ লক্ষ ১২ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলটি ভাংচুর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আরিফুল ইসলামকে নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

ঘটনার পরদিন ৩১ অক্টোবর উপরোক্ত ব্যক্তিদের আসামী করে থানায় লিখিত অভিযোগ দেয়ার ৭ দিনেও এজাহারভুক্ত না করায় থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন আরিফুল ইসলাম।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী জানান, সেখানে বালুমহাল নিয়ে বেশ কিছুদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মারামারি, রাস্তার কালভার্ট ভাংচুর ও মেশিন লুটপাটের পৃথক পৃথক অভিযোগ পাওয়া গেছে। সেখানে ঊর্ধ্বতন কতৃপক্ষসহ সরেজমিন তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩