• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

৪ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:২৮

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি: এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী শুরু হওয়া অসহযোগ কর্মসূচিতে কুষ্টিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্বত্তরা শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। এ সময় তারা বঙ্গবন্ধুর ম্যুরালের হাতের ও মুখের অংশসহ বিভিন্ন অংশ ভেঙে দেয় এবং গলায় স্যান্ডেল পড়িয়ে দেয়। এছাড়াও জেলা আওয়ামী লীগের অফিসসহ শহরের বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ করে বিক্ষোভকারীরা।

৪ আগস্ট রোববার দুপুর ১টার দিকে শহরের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তা মোড়ে ও এনএস রোড়ে বঙ্গবন্ধু সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের সাথে মিশে থাকা দুর্বৃত্তদের আক্রমণে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এর আগে আন্দোলনকারীরা কুষ্টিয়া ট্রাফিক অফিস ও চৌড়হাস ব্র্যাক ব্যাংকের উপর শাখা গ্লাস ভাঙচুর করে এবং সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশের ধাওয়া ও রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আন্দোলনকারীরা বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন। এর আগে চৌড়হাস মোড় থেকে কয়েক হাজার আন্দোলনকারীরা কুষ্টিয়া ঝিনাইদহ-মহাসড়কের কয়েকটি জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ করে মজমপুর গেট থেকে শহরের এনএস রোডে প্রবেশ করে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বিকাল সাড়ে পাঁচটায় মুঠোফোনের যোগাযোগ করা হলে পলাশ কান্তি নাথ বলেন, আন্দোলনকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে সাথে দুর্বৃত্তরা যুক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মজমপুর গেটে পুলিশের ট্রাফিক বক্স ভাঙচুর করেছে, থানায় আক্রমণ করার চেষ্টা করেছে, দুর্বৃত্তদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, অশুভ শক্তি এ দেশের মাটি এবং মানুষের সামনে এই ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা এই সরকারের আমলে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে এই ধরনের ন্যাক্কারজনক অগ্নি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আমার জীবিত থাকা অবস্থায় বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর এই ধরনের আঘাত কোনোমতেই মেনে নিতে পারছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সকল প্রকার চাওয়া পাওয়া বিষয়গুলো সমাধান করে দিয়েছে। কিন্তু এরপরেও ছাত্রদের কাঁধে ভর করে স্বাধীনতা বিরোধীরা আগুন সন্ত্রাসী সৃষ্টি করছে। কুষ্টিয়ার জনগণকে সাথে নিয়ে স্বাধীনতার বিরোধী অপশক্তিদের বিরুদ্ধে এর উচিত জবাব দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫