• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩১ রাত ১২:৪২:৫৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩১ রাত ১২:৪২:৫৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দোয়ারাবাজারে ভাতার কার্ড করে দেওয়ার বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫৫:৩৬

দোয়ারাবাজারে ভাতার কার্ড করে দেওয়ার বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মৎস্যজীবী লীগ নেতার বিরুদ্ধে। 

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটে একটি লিখিত অভিযোগ দিয়েছেন লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের বাসিন্দা ভুক্তভোগী জিয়াউর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজ উদ্দিন মৎস্যজীবী ভাতার কার্ডসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার গরীব অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলামের কাছে ভুক্তভোগীরা বিচার প্রার্থী হলে তিনি হাফিজ উদ্দিনকে নোটিশ করেন। নোটিশ করার পরেও মৎস্যজীবী লীগ নেতা হাফিজ উদ্দিন কোনো পাত্তা দিচ্ছেন না।

অভিযোগকারী জিয়াউর রহমান বলেন, হাফিজ উদ্দিন মৎস্যজীবী লীগের সভাপতি পরিচয় দিয়ে এলাকার অসহায় মানুষের কাছ থেকে মৎস্যজীবী কার্ড করে দেওয়ার কথা বলে জনপ্রতি ২০০-৫০০ টাকা নিয়েছেন। টাকা নেওয়ার সময় মাছ ধরার জাল, নৌকা, চাল, ডালসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে কিছুই দেননি। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের টাকাও ফেরত দিচ্ছেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ব্যক্তিগত ভাবে কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়ার জন্য লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টাকা নিয়েছেন। টাকা পরে কি করা হয়েছে আমার জানা নেই। এ বিষয়ে তিনিই বলতে পারবেন।

এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু মিটিংয়ে ব্যস্ত থাকায় পরে কথা বলবেন বলে জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সৈয়দপুরে ৩ অবৈধ ইটভাটায় জরিমানা
৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫২:১৫


ধামরাইয়ে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০১:০৪