• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫০:৩৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫০:৩৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘আখাউড়া-আগরতলা প্রকল্প বাস্তবায়ন হলে দু’দেশের বাণিজ্যে প্রসার ঘটবে’

২৪ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৬:০০

‘আখাউড়া-আগরতলা প্রকল্প বাস্তবায়ন হলে দু’দেশের বাণিজ্যে প্রসার ঘটবে’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে আখাউড়া-আশুগঞ্জ ফোর লেন মহাসড়ক প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যে প্রসার ঘটবে।

২৪ জুলাই সোমবার দুপুরে আখাউড়া-আশুগঞ্জ এবং আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শন শেষে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে সম্পর্ক রয়েছে আখাউড়া-আগরতলা এবং আখাউড়া-আশুগঞ্জ ওই দুই প্রকল্প বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। প্রকল্পগুলো শেষ করা হলে উভয় দেশেই লাভবান হবে তিনি মনে করেন।

খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে এসব প্রকল্প শেষ করা যায়, তা নিশ্চিত করতেই সরেজমিনে প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেন প্রণয় ভার্মা।

এসময় অন্যান্যদের মধ্যে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ