• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৪:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৪:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোনায় ২ দিনের অভিযানে ১৮০ টন ভারতীয় চিনি জব্দ

২৮ জুন ২০২৪ সকাল ০৭:৪৫:৩৮

নেত্রকোনায় ২ দিনের অভিযানে ১৮০ টন ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলাকান্দায় টানা ২ দিনের চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে প্রায় ১৮০ মে. টন ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযানে ২৭ জুন বৃহস্পতিবার কলমাকান্দা সীমান্তের বউ বাজার, গলাছড়া ও সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ৩৮ লক্ষাধিক টাকা মূল্যের ৫৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স।

এর আগের দিন ২৬ জুন বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে কলমাকান্দা লেংগুড়া-খারনৈই সীমান্তের চেংনী, বলমাঠ, কচুগাড়া এলাকা থেকে প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

টানা দুইদিনের অভিযানে মোট ১৮০ মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৮ লক্ষ টাকা। নেত্রকোনা জেলায় সর্বোচ্চ পরিমাণ চোরাচালানের চিনি জব্দের রেকর্ড এটি।

চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল  ইসলাম, ৩১ বিজিবির সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন এবং কলমাকান্দা থানার এস.আই এনামুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

টাস্কফোর্স অভিযানের সমন্বয়ক কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩