পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বুড়িমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার উফারমারা ষোলঘরিয়া সীমান্ত থেকে তাকে আটক করে তিস্তা ব্যাটালিয়ান-২, ৬১ বিজিবি।
আটক ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মধুবানী জেলার সদর থানার ধুমরিয়া গ্রামের রাজগীরে পুত্র কৃষ্ণ কুমার (২০)।
জানা গেছে, ধবলসুতি কোম্পানি কমান্ডার বিওপি সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী এলাকাসমূহে দ্বায়িত্ব পালনকালে বুড়িমারী ইউনিয়ন উফারমারা ষোলঘরিয়া মৌজার সীমান্ত পিলার নং ৮৩৪/এস (জিআর নং-১৫৫৯৩৮, ম্যাপসিট নং-৭৭বি/১৪)-এর আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।
আটক ভারতীয় নাগরিককে বিজিবি লিখিত এজাহার দিয়ে পাটগ্রাম থানায় সোপর্দ করেন। বিজিবির আটক করা ভারতীয় নাগরিক বর্তমানে পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে আছেন।
এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available