• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৬:০৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৬:০৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫৬:৪৪

সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশকারী শুকুর আলী নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার শুকুর আলী ভারতের ত্রিপুরারাজ্যের কৈলাশ শহরের অনুপুটি গ্রামের ওহাব আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ভাটারা বাজারে এক যুবক অনেক সময় ধরে বাজারের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তার পরিচয় জানতে চায়। এসময় শুকুর আলী বাংলায় কথা না বলে হিন্দি ভাষায় কথা বলে। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পোঁছে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ১৫ দিন আগে কোনো প্রকার কাগজপত্র ছাড়াই অবৈধ পথে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে ট্রেনে ঢাকা এসে আবার ট্রেনে করেই সরিষাবাড়ীতে আসে বলে জানায় গ্রেপ্তার শুক্কুর আলী। এ ঘটনায় বুধবার সকালে সরিষাবাড়ী থানার এস আই শরিফুল ইসলাম বাদী হয়ে অবৈধ পথে অনুপ্রবেশ করার অপরাধে তাকে আসামী করে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, ভাটারা থেকে আটক ভারতের নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬