• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০২:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০২:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে ৯৪ লাখ টাকার ভারতীয় অবৈধ সিগারেট জব্দ

১২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৭:৪৪

রাঙামাটিতে ৯৪ লাখ টাকার ভারতীয় অবৈধ সিগারেট জব্দ

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য রাঙামাটি শহরে শুল্কবিহীন অবৈধ ভারতীয় সিগারেট ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য কমছেই না। প্রতিদিনই রাঙামাটি শহরের কোনো না কোনো স্থানে কাপ্তাই হ্রদ হয়ে ভারতীয় সিগারেট এনে নির্দিষ্ট এলাকায় মজুদ করছে একটি চোরাচালানি সিন্ডিকেট চক্র। সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে মাঠে নেমেছে নিরাপত্তাবাহিনী। এক সপ্তাহের ব্যবধানে শুধু রাঙামাটি শহরেই উদ্ধার করা হয়েছে প্রায় দুই কোটি টাকার ভারতীয় অবৈধ সিগারেট।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের শহিদ মিনার এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মো সাকিফ রহমান।

এ সময় শহিদ মিনার সংলগ্ন কাপ্তাই হ্রদের তীরে রক্ষিত একটি পরিত্যক্ত নৌকা থেকে ১১ হাজার ৯৭০ প্যাকেট অরিস সিলভার এবং ৩৪ হাজার ৮৩০ প্যাকেট ওমেগা সিগারেট আটক করা হয়।

জোন কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধার অবৈধ সিগারেট পরবর্তীতে সেক্টর সদর দপ্তর বিজিবি’র প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। রাঙামাটি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সম্প্রতি রাঙামাটিতে ভারতীয় সিগারেটের অবৈধ ব্যবসার রমরমা অবস্থা। রাঙামাটির জুরাছড়ির ভারত সীমান্ত দিয়ে প্রতি কার্টুন দুই হাজার টাকার বিনিময়ে শুল্ক বিহীন অবৈধ ভারতীয় সিগারেট জুরাছড়ি নিয়ে আসা হয়। রাঙামাটির অন্তত ১৫ জন ব্যবসায়ী ভারতীয় মন্ড, মুন, ওমেগা ও অরিস সিলভার সিগারেটের ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত।

অনুসন্ধানে জানা গেছে, রাঙামাটির বনরূপার সমতাঘাট, ডিসি বাংলো এলাকা, তবলছড়ি, কর্মচারী কলোনি, ভেদভেদীর যুব উন্নয়ন এলাকা, রিজার্ভ বাজার, শরীয়তপুর, পুরানবস্তি এলাকায় এ সকল অবৈধ সিগারেট মজুদ করে রাখা হয়। বস্তায় ভরে পলিথিন পিছিয়ে সিগারেট স্থানীয় দেশীয় ইঞ্জিন বোটে করে রাঙামাটিতে আনা হয়। আনার সময় বোটের উপর তেরপাল টাঙিয়ে দেওয়া হয় যাতে করে মনে হবে এটা মাছের বোট। প্রতিটি বোট ৫ থেকে ১০ হাজার টাকা ভাড়ায় নিয়ে সিন্ডিকেট চক্র এ সকল সিগারেট নিয়ে আসা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের ওপারে বালুখালীতে এনে মজুদ রাখে চাকমা এক চোরা কারবারি। এরপর সেখান থেকে রাঙামাটিতে আনার সময় শহরের সংশ্লিষ্ট সকলের চাঁদা পরিশোধ করে তাদের দেওয়া সময়ের মধ্যে রাঙামাটি শহরে আনা হয়।

এদিকে অপর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জুরাছড়ির উদ্দিন নামের এক চোরা কারবারি ভারতীয় সিগারেট রাঙামাটিতে এনে রিজার্ভ বাজারের ডিলারের স্টোর রুমে এনে মজুদ রেখে রাতের বেলায় সেগুলোকে বিশেষ কায়দায় প্যাকেটজাত করে অটোরিক্সা ও টেক্সিভ্যানে করে মানিকছড়ি-ঘাগড়া চেকপোস্ট পার করে গাড়িতে দিয়ে আসা হয়। মাঝে মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাঠানো হয়।

সংশ্লিষ্টদের সাথে ক্রেতা সেজে আলাপকালে তারা জানায়, চট্টগ্রামের ৫ জনের সিন্ডিকেট চক্র এই সিগারেট ব্যবসার নিয়ন্ত্রক। তাদের কয়েকজনের ছবিও হাতে এসেছে প্রতিবেদকের নিকট। সিগারেট ব্যবসার সাথে জড়িত অন্তত তিন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানায়, ভাই আমরা এক কোটি টাকার সিগারেট প্রায় আড়াই কোটি টাকায় বিক্রি করি। কিন্তু স্থানীয় কয়েকটি চক্রকে বিপুল পরিমাণ চাঁদা পরিশোধ করতে হয় আমাদের।

বিগত ৫ তারিখের ক্ষমতা বদলের পর আমাদের কাছ থেকে বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে প্রতি চালানে গ্রুপ প্রতি অন্তত ৬ থেকে ১০ লাখ টাকা, এছাড়াও বিভিন্ন মাধ্যমের জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা চাঁদা পরিশোধ করতে হয়। এতে করে সবমিলিয়ে অর্ধকোটি টাকা লাভ হয়। অনেক সময় পুরো মালগুলো মেরে দিয়ে অন্যত্র বিক্রি করে দিয়ে পুরো টাকাটাই নিয়ে নেয় সন্ত্রাসীরা।

এদিকে, মঙ্গলবার রাতে রাঙামাটি শহরের শহিদ মিনারের লাগোয়া কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার সাড়ে ৯৩ লাখ টাকার সিগারেটগুলো তরুণ, সৌমেন, সোহাগ ও প্রকৃতি চাকমা নামের চারজনের বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২