অমর একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন বিভিন্ন ভাষাভাষী মানুষজন। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নেতৃবৃন্দ, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সব বয়সের বাসিন্দারা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে আলতাব আলী পার্কের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে জাতিসংঘের (ইউএন) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন।
এ বছর উদযাপনের থিম হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) দ্বারা ১৯৯৯ সালের নভেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল। এ বছর ভাষাগত বৈচিত্র সংরক্ষণ এবং মাতৃভাষার প্রচারের জন্য একটি চতুর্থাংশ শতাব্দী উদযাপন করা হচ্ছে। জাতিসংঘের মতে, মাতৃভাষা শিক্ষা শেখানো, সাক্ষরতা এবং অতিরিক্ত ভাষা অর্জনে সহায়ক।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম, উইমেন এন্ট্রিপ্রিনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়ালসহ বিভিন্ন ভাষাভাষী মানুষ এসময় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available