• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫২:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাবেক এমপির পিএস হিমেলের মারপিটের ভিডিও ভাইরাল

২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:২৬:৪৮

সাবেক এমপির পিএস হিমেলের মারপিটের ভিডিও ভাইরাল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যক্তিগত সহকারী (পিএস) ও বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজের ল্যাব এসিস্ট্যান্ট তানসেন হিমেলের মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে তানসেন হিমেল (২৬) ও তার সহোদর নিউটন মিয়াসহ (৪৫) ৪ জনকে আসামী করে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল করিমের (৫৫) স্ত্রী তাহমিনা খাতুন (৪৫)।

জানা গেছে, পূর্বশক্রতার জের ধরে গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈচরপাড়া গ্রামের আব্দুল করিমের আম বাগানে ঢুকে তাকে রশি দিয়ে বেঁধে রেখে এলোপাথারি মারপিট করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় তানসেন হিমেল ও তার সহযোগীরা।

পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে তানসেন হিমেল বলেন, মারপিটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অতিদ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০