• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৭:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৭:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শহীদ তানভীরের পরিবারের পাশে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যরা

২১ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩৫:১৫

শহীদ তানভীরের পরিবারের পাশে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যরা

কক্সবাজার (মহেশখালী) প্রতিনিধি: চট্টগ্রামে বহাদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন চট্টগ্রাম সরকারি আশেকানে আওয়ালিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী তানভির ছিদ্দিকি। শোকাভিভূত পরিবারে পাশে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত নৌবাহিনী কল্যাণ ট্রাস্ট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তানভীরের নিরাপত্তার দায়িত্ব স্থানীয়দের হাতে তুলে দেন সমন্বয়করা।

চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি বলেছেন, দেশকে সংস্কার করার জন্য আমরা এই বিপ্লব করেছি। যেখানে অনিয়ম হবে সেখানেই আপনারা প্রতিবাদ করবেন। দীর্ঘ ১৫ বছর দেশকে জিম্মি করা কোনো ফ্যাসিস্টের এজেন্ট ফের অরাজকতা চালাতে চাইলে সাথে সাথে শক্ত হাতে প্রতিরোধ করবেন আপনারা।

গতকাল ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে মহেশখালীর কালারমারছড়া মোহাম্মদ শাহা ঘোনাস্থ তানভীরের কবর জেয়ারত করতে এসে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্ররা। একইদিনে মেধাবী শিক্ষার্থী শহীদ তানভীর ছিদ্দিকের পরিবারকে শহীদ নিবাস নামে একটি ঘর উপহার দেয় বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা।

মঙ্গলবার দুপুরে মহেশখালীর কালারমারছড়া মোহাম্মদ শাহা ঘোনাস্থ তানভীরের নিজ বাড়িতে এসে শহীদ নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনী সদস্য কল্যাণ সংস্থার মহাসচিব ক্যাপ্টেন মহসীনুল হাবীবসহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, মাহফুজুর রহমান, সহ-সমন্বয়ক আব্দুল্ল্যাহ আর মাহাথিরসহ বেশ কয়েকজন ছাত্রনেতা। মহেশখালীর সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, সহকারী কমিশনার ভূমি তাসবীর হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩