নিজস্ব প্রতিবেদক: সদ্য ঘোষিত আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে বিএনপি বেকায়দায় আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই বলেও তিনি উল্লেখ করেন । ২৭ মে শনিবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমেরিকার নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। বিএনপি নির্বাচনকে ভয় পায় না, ভয় পায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে।
সেতুমন্ত্রী বলেন, মার্কিন নতুন ভিসানীতিতে আমাদের একটা লাভ হয়েছে, এতোদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে, নিষেধাজ্ঞা আসবে! নিষেধাজ্ঞা কই? নতুন ভিসানীতিতে, নির্বাচনে গোলমাল, ভাঙচুর, মানুষ পোড়ানো, বাস পোড়ানো, জ্বালাও-পোড়াও রাজনীতি, আগুন সন্ত্রাসের কারনে বিএনপিই আজকে ভয় পাচ্ছে।
সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কাজেই দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচন চাইছি। খেলা হবে! আমরা প্রস্তুত, খেলা হবে! ফাইনাল খেলা! আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শীষ চায় না। তৈরি হয়ে যান, প্রস্তত হয়ে যান।
তিনি আরও বলেন, বিএনপির নাটক নাটক খেলা শুরু হয়ে গেছে। কেরানীগঞ্জে বিএনপির নাটক ধরা খেয়েছে। কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। বিএনপি নাটক বানাচ্ছে আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে সাজাতে। দেশের জনগন এই নাটক বিশ্বাস করে না। আমেরিকা যে ভিসানীতি প্রকাশ করেছে তাতে, নির্বাচনে বাধা দিলে খবর আছে। সেজন্য বিএনপি এখন নতুন কৌশল নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available