• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:০৯:৩১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:০৯:৩১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

ভিসা নীতির বেড়াজালে আসন্ন নির্বাচন আটকানো যাবে না: এম.এ আউয়াল

২৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:৩২:৩২

ভিসা নীতির বেড়াজালে আসন্ন নির্বাচন আটকানো যাবে না: এম.এ আউয়াল

নিজস্ব প্রতিবেদক: ভিসা নীতির বেড়াজালে আসন্ন নির্বাচন আটকানো যাবে না মন্তব্য করে ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য লায়ন এম.এ আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ-বিদেশে নানামুখী ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দিবে। এখন পর্যন্ত দেশের জনগণের ভাগ্য উন্নয়নে একমাত্র ভরসা ও আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও ইসলামী গণতান্ত্রিক পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক ইসলামিক পার্টির চেয়ারম্যান বলেন, আজ সারাবিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে ব্যাপক উন্নয়নের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি আরও বলেন, প্রগতিশীল ইসলামী জোট আগামী নির্বাচনে অংশ নেবে এবং এ লক্ষ্যে জোটের প্রার্থী বাছাই কাজ শুরু হয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়ক সাবেক পি.পি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেন, দেশ আজ এক রাজনৈতিক সংকটের মধ্যে আছে। এই সুযোগে সাম্রাজ্যবাদী মোড়লেরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ পাচ্ছে, যা একটি স্বাধীন-সার্বভৌম দেশে কাম্য নয়। আমরা চাই দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে দেশের জনগণ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের সরকার নির্বাচিত করতে পারেন।

অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, আমরা চাই, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশ পরিচালনা করুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু উন্নয়নের সাথে পাল্লা দিয়ে সর্বস্তরে দুর্নীতির বিস্তার, ব্যাংকের অর্থ হরিলুট ও বিদেশে পাচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে প্রধানমন্ত্রীর সব উন্নয়ন ও ভাল কাজগুলো ম্লান হয়ে যাচ্ছে। নির্বাচনে জনগণের সমর্থন পেতে হলে দুর্নীতিবাজ, অর্থলুটেরা ও পাচারকারী চক্র এবং অসাধু মুনাফাখোর ব্যবসায়ী সিণ্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক আইনী পদক্ষেপ নিতে হবে।

ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহমুদ সালেহীন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মো. ওমর ফারুক, মো. মামুন পারভেজ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আহসানউল্লাহ সালামী, মো. হাবিবউদ্দিন আহমদ, মো. আতাউল্লাহ খান, অধ্যক্ষ খন্দকার এনামুল নাছির, মো. আনোয়ার হোসেন, সুলতান জিসান উদ্দিন প্রধান, মো. নাঈম হাসানসহ ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হারিছুল হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০