লালমনিরহাট প্রতিনিধি: ভারতে গিয়ে ফেসবুকে পোস্ট ও লাইভে ভারত বিরোধী কথা বলার কারণে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ভিসা বাতিল করেছে ভারতীয় পুলিশ অভিবাসন কৃর্তপক্ষ।
আলমগীর শেখ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জুম্মাপাড়া গ্রামের নুরু মোহাম্মদ শেখের ছেলে। তাঁর ভিসা বাতিল করে গতকাল রোববার রাতে বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ বাংলাদেশে পাঠায়।
১৬ সেপ্টেম্বর সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী পরিদর্শক আহসান হাবীব।
বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর শেখ ৩ সেপ্টেম্বর পর্যটক ভিসায় ভারতে যান। সেখানে সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে। রোববার সন্ধ্যায় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয়।
আলমগীর শেখ’র ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে গিয়ে একটি লাইভে বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।’
আলমগীর শেখ জানান, তাকে আটক করা হয়নি। তবে পাসপোর্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে ভিসা বাতিল করেছে কিনা তা তার জানা নেই। ফেসবুকে ভারতবিরোধী লাইভের পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। তবে সেই পোস্ট পরে ডিলিট করে ফেলেছেন বলে তিনি জানান।
বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারতের চ্যাংড়াবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশে ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available