• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৮:২৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৮:২৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জন আটক

২২ নভেম্বর ২০২৪ সকাল ১০:৪১:২৭

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জন আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেন বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম।

২০ নভেম্বর বুধবার বিকেল ৫টায় নগর ইউনিয়ন ভূমি অফিস, ধানাইদহ থেকে তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক তিনজন হলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাশেরবাদা গ্রামের পান্না প্রামানিকের ছেলে বাঁধন হোসেন (২৮), ঈশ্বরদী গ্রামের ফজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৯) ও চরকদিমপাড়া গ্রামের নূর সালামের ছেলে আনছারুল ইসলাম।

স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা যায়, কথিত সাংবাদিকরা বুধবার বিকেলে অফিসে প্রবেশ করে অপসাংবাদিকতামূলক আচরণ করেন এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। অফিস স্টাফ কোনো উপায় না পেয়ে তাদেরকে এক হাজার টাকা প্রদান করেন এবং সুকৌশলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং ঘটনা শুনানির সময় আটকরা গ্রহণযোগ্য সদুত্তর দিতে না পারায় তাদের সেখান থেকে আটক করেন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হাতে সোপর্দ করেন।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে আটক তিন চাঁদাবাজকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানায় সোপর্দ করা হয়। পরে বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ