আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। ১৬ অক্টোবর বুধবার স্থানীয় সময় সকালের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে।
ইএমএসসির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ৬ দশমিক ১ মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের পূর্বাঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
যদিও ভূমিকম্পের মাত্রার বিষয়ে তুরস্কের জাতীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ বলেছে, পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ভূমিকম্পের সময় ওই অঞ্চলের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবনের ভেতর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, বুধবার সকালের দিকে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ৪৩ কিলোমিটার পূর্বে। দোগানিয়ল শহর থেকে ২০ কিলোমিটার দূরের মালাতিয়ায় ৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available