স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ৩৫নং ওয়ার্ডে অতি বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারে ৭ জনের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশন উদ্ধারকারী দল।
এর মধ্যে ৩ জন মাটির নিচে আটকা পড়েন, পরবর্তীতে সেনাবাহিনীর উদ্ধারকারীর দলের তৎপরতা ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মাটিচাপায় যারা নিহত হয়েছেন আগা করিম উদ্দিন (৩০), তার স্ত্রী সাম্মি রুজি বেগম (২৫) ও তানিম ২ বছর।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সকাল ১০ টায় তিনি ঘটনাস্থলে যান।
পরিদর্শন কালে তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। সিলেটে অতি বৃষ্টিপাত বেড়েছে, বর্ষাকলে টিলাধসের ঘটনা প্রায়ই ঘটে। তাই সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
এদিকে সকালে বজ্রপাতে মালনীছড়া বাজারে ৪টি দোকানের মালামাল ও সিএনজি অটোরিক্সা পুড়ে ছাই হয়ে গেছে।
সকাল ৯টায় যুক্তরাজ্য থেকে ফিরেই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিমানবন্দর থেকে সরাসরি মালনীছড়া বাজারে বজ্রপাতে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available