• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০৫:৫৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০৫:৫৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

২৭ মে ২০২৪ সকাল ০৮:১২:২০

ফরিদপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ২৬ মে শনিবার বিকেলে জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুরে স্বপন কুমার শীলের মালিকানাধীন ওই ভেজাল গুড় তৈরির কারাখানায় অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে দুই লক্ষটাকা জরিমানা করেন, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এনএসআই ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবরাম পুরে স্বপন কুমার শীল নামে একজন বিভিন্ন কেমিক্যাল দিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছিল দীর্ঘদিন যাবত। এনএসআই এই তথ্যের সত্যতা পাওয়ার পরে জেলা প্রশাসনের সহায়তায় শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ সময় ওই কারখানা থেকে ২৪ হাজার কেজি ভেজাল গুড় ও ৩ হাজার কেজি ভেজাল গুড় তৈরির বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফিটকিরি, কাপড়ের রং, কোরিয়ান এক ধরনের আঠা, গুড়ের ফ্লেভার, ঘন চিনিসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে আখের ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল ওই কারখানায়। নামে আখের গুড় হলেও এর মধ্যে আখের কোনো ছিটেফোঁটা নেই। তৈরির করার ৪/৫ মাস পরেই এই গুড় গলে পানি হয়ে যায়। সেই গুড়ও পুনরায় প্রসেসিং করে বাজারজাত করা হয় এখান থেকে।

এনএসআই সূত্র জানায়, ওই কারখানার মালিক প্রায় ৪/৫ বছর যাবত ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের সাথে জড়িত। অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে দুপুরের দিকে প্রায় ৯ হাজার ৬’শ কেজি গুড় নারায়ণগঞ্জ জেলায় পাঠিয়ে দেয় সে।

অনুমোদনহীন ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের দায়ে কারখানার মালিককে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৫ ও ৫৬  ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম সাজেদুর রহমান। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশও দেয়া হয় অভিযুক্ত কারখানা মালিক স্বপন কুমার শীলকে। একই সাথে কারখানাটি সিলগালা ও মালামাল বাজেয়াপ্ত  করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩