গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী নতুন বাজার এলাকায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসন।
৩০ অক্টোবর বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৫টি দোকানে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।
এ সময় ইদ্রিস আলীর ডিমের আড়তকে ২০ হাজার, ভাই ভাইকে ২০ হাজার, লামিয়া ১০ হাজার, আল্লাহর দান ৫ হাজার ও জিলানি ডিমের আড়তকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, সারা দেশে ডিমের বাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available