• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪৮:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

১৪ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:১৪:৩১

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে আলুর দাম বেড়ে যাওয়ায় হিমাগার ও পাইকারি আড়তগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। ১৩ সেপ্টেম্বর বুধবার শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে ফরিদপুর হিমাগারে ও হাজী শরিয়াতুল্লাহ বাজারে এই অভিযানে পরিচালনা করা হয়।

ফরিদপুর জেলা ভোক্তা অধিকার ও জেলা কৃষি বিপণনসহ পুলিশের একটি টিম হিমাগারটিতে আলু সংরক্ষণের বিষয়গুলো পরিদর্শন করেন।

হিমাগারটিতে আলু মজুদের পরিমাণসহ ক্রয়-বিক্রয় প্রক্রিয়া ও রসিদ যাচাই বাছাই করে। এসময় আলু বোঝাই একটি পিকাপ চালকের কাছে কোন ধরনের রসিদ না পাওয়ায় সেটি জব্দ করা হয়। পরে চালককে অনুসরণ শহরের শরিয়াতুল্লাহ বাজারে সেই ব্যবসায়ীকে চিহ্নিত করে। রসিদবিহীন আলু ক্রয়ের অপরাধে দয়াল ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

তিনি জানান, ভোক্তা অধিকারের মহাপরিচালকের নির্দেশে বুধবার জেলার একটি আলুর হিমাগার ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। কোন ধরনের ক্রয়বিক্রয় রশিদ না পাওয়ায় হিমাগার থেকে একটি আলু বোঝাই পিকাপকে জব্দ করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকারের টিম তাকে সঙ্গে করে ওই ব্যবসায়ীর আড়তে গেলে সেখানেও তার কোন আলু ক্রয়ের রশিদ না থাকায় তাকে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, আলুর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলা কৃষি বিপণন অধিপ্তরের সিনিয়র কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, জেলা পুলিশের একটি টিম ও বাজার কমিটি উপস্থিত ছিলেন।

ফরিদপুরের হিমাগারটিতে বর্তমানে ৪৬২ মে.টন আলু মজুদ রয়েছে। ব্যবসায়ী ও মজুদকারীরা হিমাগারটি থেকে সপ্তাতে ৩ দিন আলু বের করে বিভিন্ন আড়তে বিক্রি করে থাকে।

উল্লেখ্য, বুধবার ফরিদপুরের বাজারে আলু পাইকেরিতে কেজি প্রতি ৪০ টাকা করে বিক্রি হয়। জেলা বিভিন্ন বাজার ভেদে খুচরা পর্যায়ে সেই আলু প্রতি ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩