• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৪৫:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৪৫:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

টানা চতুর্থবারের মতো বৈশ্বিক ভ্রমণ ও পর্যটনে সেরা গন্তব্যের স্বীকৃতি পেল মালদ্বীপ

৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:০৮:০৮

টানা চতুর্থবারের মতো বৈশ্বিক ভ্রমণ ও পর্যটনে সেরা গন্তব্যের স্বীকৃতি পেল মালদ্বীপ

মালদ্বীপ প্রতিনিধি: ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস (ডব্লিউটিএ)-এর টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে মালদ্বীপ। এই প্রতিযোগিতায় অংশ নেয় দুবাই, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং ভিয়েতনামসহ ১৭টি দেশ। সব দেশকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো মালদ্বীপ পর্যটক গন্তব্যের শীর্ষস্থানীয় পুরস্কারটি অর্জন করে।

পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ। বিধাতা যেন অপরূপ রূপে সাজিয়েছেন দেশটিকে। যা দুনিয়াজোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে। আর সে কারণেই দেশটিকে পর্যটনের ‘অস্কার’ খ্যাত এ পুরস্কার প্রদান করা হয় ১ ডিসেম্বর শুক্রবার দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে অনুষ্ঠিত হওয়া এক জমকালো অনুষ্ঠানে।

মালদ্বীপ এই অনুষ্ঠানে ডব্লিউটিএ-এর গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড ছাড়াও দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশন (এমএমপিআরসি) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন বোর্ড হিসাবেও স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এ পুরস্কার পেল কর্পোরেশন।

এছাড়াও, বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দর হোটেল এবং রিসোর্ট এর সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মালদ্বীপ, যার মধ্যে রয়েছে দেশটির হুলহুলে বিমানবন্দর হোটেল, বুটিক বিমানবন্দর হোটেল, শাংগ্রি-লা হোটেল জেন মালে, হানিমুন রিসোর্ট জে এ মানাফারু, বিলাসবহুল হানিমুন রিসোর্ট ভাক্কারু মালদ্বীপ, লাক্সারি আইল্যান্ড রিসোর্ট ভোমুলি, প্রাইভেট আইল্যান্ড রিসোর্ট ভেলা, ওয়াটার ভিলা রিসোর্ট পান্না মালদ্বীপ-স্পা এবং বিশ্বের সবচেয়ে রোমান্টিক রিসোর্ট হিসেবে স্বীকৃতি পেল বারোস মালদ্বীপ।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একইদিনে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস (ডব্লিউটিএ) দেশটির প্রাক্তন পর্যটনমন্ত্রী ড. আবদুল্লাহ মৌসুমকে বছরের সেরা ভ্রমণ ব্যক্তিত্ব হিসেবেও মনোনীত করেছে। দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে আয়োজিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ড. মৌসুমকে এই পুরস্কার প্রদান করা হয়।  এ সময় উল্লেখ করা হয়, কোভিড-১৯ মহামারী দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যেও মালদ্বীপের পর্যটন শিল্পকে পরিচালনা করার জন্য ডা. মৌসুম সত্যি প্রশংসনীয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩