• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

আলুর বীজের অতিরিক্ত দাম নেওয়ায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

১০ নভেম্বর ২০২৪ সকাল ০৯:১৭:১৮

আলুর বীজের অতিরিক্ত দাম নেওয়ায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট বাজারে বিএডিসি ও এসিআই সীডসের আলুর বীজের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে নওফেল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

৯ নভেম্বর শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজারে আলুর বীজের বাজার মূল্য মনিটরিং করার সময় নওফেল ট্রেডার্সের মালিক মো. নওফেল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।

সম্প্রতি বাজারে এসব সীডের দাম সাধারণ কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তিনি বাজারদরের তুলনায় অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পেয়ে নওফেল ট্রেডার্সকে জরিমানা করেন। প্রতিষ্ঠানটি প্রতিবস্তা আলুর বীজ ৪০০ থেকে ৮০০ টাকা বেশি নিচ্ছিল, যা স্থানীয় কৃষকদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করেছিল।

স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলারদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দাম নির্ধারণ করছে। এর ফলে, সাধারণ মানুষের জন্য বাজারে আলুর বীজ ক্রয় অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা বাড়বে এবং কৃষকরা আরও ন্যায্য বাজারমূল্যে প্রয়োজনীয় পণ্য পেতে পারবেন।
   
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, “ব্যবসায়ীদের উচিত বাজারমূল্য অনুযায়ী পণ্য বিক্রি করা, না হলে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে, যাতে এই ধরনের অবৈধ ব্যবসা পুরোপুরি রোধ করা যায়।

এ ঘটনায় নওফেল ট্রেডার্সের মালিক মো. নওফেল ইসলাম অবিলম্বে দাম কমানোর আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সচেতন হওয়ার কথা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০