গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে বড়দিন-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড. মো. নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ কমিশনার পবিত্র বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদানসহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের কথা জানান। পবিত্র বড়দিন উদযাপনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, আনসার, গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিনিধিসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও গাজীপুরে অবস্থিত সকল চার্চের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available