শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় শিক্ষক সুধী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর-প্রফেসর লুৎফর রহমান। ১০ জানুয়ারি বিকাল ৫টায় শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের সভাপতিত্বে ও ড. আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির।
এ সময় বক্তব্য রাখেন রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আ. জলিল আনোয়ারী, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারী মহা ব্যবস্থাপক এমাদুল হক, বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট অদুদ মুক্তা, তাফালবাড়ী কলেজের অর্থনিতী বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আ. মালেক রেজা, শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল, শরণখোলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মাতৃভাষা ডিগ্রি কলেজের গভানিং বডির সভাপতি আলিম আল রেজা শোভন, রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল, সমাজ সেবক মো. গাউসেল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, শরণখোলা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক বাবুল দাস।
সভায় বক্তারা প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর প্রফেসর মো. লুৎফর রহমারের কাছে শরণখোলার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি এলাকার শিক্ষার গুণগত মানোন্নয়নসহ সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available