• ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৪:২৯ (03-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৪:২৯ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে স্থানীয়দের সঙ্গে ৩৫ বিজিবির অধিনায়কের মতবিনিময়

২৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:২১:১৬

বকশীগঞ্জে স্থানীয়দের সঙ্গে ৩৫ বিজিবির অধিনায়কের মতবিনিময়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি। ২২ জানুয়ারি বুধবার বিকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিজিবি মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ধানুয়া কামালপুর বিওপির কোম্পানী কমান্ডার আনজু মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ধানুয়া কামালপুর স্থল বন্দরের আমদানি-রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল সেতু, ইমাম আবদুর রাজ্জাক, আবুল হোসেন, ফুলু মিয়া প্রমুখ।  

সভায় ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি বলেন, দেশের প্রশ্নে বিজিবি আপসহীন। জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তবে তিনি বাংলাদেশি নাগরিকদের শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস না কাটা, ফসল বিনষ্ট না করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকাণ্ড পরিহার করা, সন্ধ্যার পর কোনো অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা, কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নরসিংদীতে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৪২:৪৭

ডুমুরিয়ায় ৬ ইট ভাটা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন
৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৪১:৩৮