পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নিবারণকল্পে স্থানীয় জনসাধারণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি রোববার বিকেলে সদর উপজেলার টুনিরহাট দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে সদর থানা পুলিশ।
কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
সভা সঞ্চালনা করেন পঞ্চগড় সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাসুদ পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজার রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি নুরুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, জাতির ক্রান্তিলগ্নে ছাত্রজনতা যখন এগিয়ে এসেছে, তখন জাতির পরিবর্তন হয়েছে। একইভাবে অপরাধ দমনে ছাত্রজনতাসহ সকল শ্রেণি পেশার মানুষ জাগ্রত হলে সমাজেরও পরিবর্তন আসবে। শুধু পুলিশের ওপর ভরসা করলে হবে না, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের দায়িত্ব আছে। প্রত্যেক মানুষের নিজস্ব দায়িত্ব আছে। সবাই যখন আপন আপন দায়িত্ব থেকে এগিয়ে আসবেন, তখনই সমাজ থেকে সকল ব্যাধি দূর হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available