নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থানার কোলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২ মহিলাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ৬ কেজি গাঁজা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটক ২ মহিলার নাম মোছা. বিজলী আক্তার (২৪) এবং পূর্নিমা রানী (৪০)।
৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কোলা ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। অভিযানকালে তারা ওই এলাকার মৃত আক্কেল হাজীর ছেলে আবুল কালাম আজাদের দোতলা পাকা বাড়ির সামনে অবস্থান করছিল বলে জানায় পুলিশ।
আটক মোছা. বিজলী আক্তার নওগাঁ জেলার পত্নীতলা থানার কাদিয়াল পশ্চিমপাড়ার নজরুল ইসলামের মেয়ে এবং বদলগাছী থানার মাসিমপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে তানজীদ হোসেন বিজয়ের স্ত্রী। অপরজন পূর্নিমা রানী (৪০) আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের শ্রী মধুলালের স্ত্রী। তারা বিগত কিছুদিন যাবৎ আবুল কালাম আজাদের বাড়ি ভাড়া নিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছিল বলে জানা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, তানজীদ হোসেন ওরফে বিজয় (২৫) নামে এক মাদক কারবারি ভাড়া বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা রেখেছে বলে জানায় কালাম। এমন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় পলিথিনে মোড়ানো ১ (এক) কেজি করে ৬টি প্যাকেটে থাকা মোট ৬ (ছয়) কেজি গাঁজাসহ মোছা. বিজলী আক্তারকে আটক করা হয়। অপর আসামি তার স্বামী তানজীদ হোসেন ওরফে বিজয় পালিয়ে যায়। তাকে গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে। বিজলির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
অপর দিকে দুপুর ৩টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলায় মদসহ বদলগাছী সেনপাড়া নামক স্থান থেকে পূর্নিমা রানী (৪০) নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available