জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশ এক বিশেষ অভিযানে ৯১ বোতল ভারতীয় মদসহ শিবু দাস (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
৬ মার্চ বুধবার দুপুরে জগন্নাথপুর সদর বাজারের পশ্চিম এলাকা থেকে তাকে আটক করা হয়।
শিবু দাস উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের বাবুল দাসের পুত্র।
জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টোর মিজানুর রহমানের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারের পশ্চিম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২৪ বোতল ভারতীয় মদসহ গাড়ির চালক মাদক কারবারি শিবু দাসকে আটক করা হয়।
বিকেলে তার দেয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে সাব ইন্সপেক্টোর জিয়া উদ্দিন ও সাব ইন্সপেক্টোর মিজানুর রহমানের সহায়তায় সঙ্গীয় পুলিশ দল দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শিবু দাসের বসতঘরে ও ঘরের পাশে গর্তকরে মাটির নিচে গোপন লুকিয়ে রাখা আরও ৬৭ বোতল অফিসার চয়েসসহ নানা ব্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, দুই দফায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৯১ বোতল মদ জব্দ ও মাদক ব্যবসায়ী শিবু দাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available