ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, দুর্গা পূজার উৎসব পরবর্তী আনন্দে বন্ধুদের সাথে ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন।
১৪ আগস্ট সোমবার রাত সাড়ে দশটায় রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) মারা গেছেন। এর এক ঘণ্টা আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরি (১৭) মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল হোসেন বলেন, গুরুতর অসুস্থ ওই তিন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম মদ পানে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করছে। বাকিদের অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available