• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২১:৩৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২১:৩৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার: এমপি গোপাল

১৭ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:১৯:৪৫

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার: এমপি গোপাল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল। শিক্ষার্থীদের লেখাপড়ায় স্মার্ট হতে হবে। শুধু পোশাকে নয়, চিন্তা-চেতনায়ও স্মার্ট হতে হবে। শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার।

শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার আহ্বান জানিয়ে এমপি গোপাল বলেন, আমরা যা করে দেখাতে পারিনি তোমাদের তা করে দেখাতে হবে। তোমরা কি প্রস্তুত?

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ়ভাবে প্রত্যয় নিয়ে বলেছেন ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। যেখানে প্রতিটি মানুষের প্রযুক্তিগত জ্ঞান থাকবে এবং দেশ, বিশ্ব পরিমন্ডলে পিছিয়ে থাকবে না। মানে প্রতিটি নাগরিক হবে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন। প্রতিটি ছেলে-মেয়ে কম্পিউটার টেকনোলজি এখন থেকে শিখছে এবং আরও এগিয়ে যাবে। আমাদের পুরো জনগোষ্ঠীই হবে প্রযুক্তিজ্ঞানে স্মার্ট। বিশ্ব থেকে কোন কিছুতেই পিছিয়ে থাকবে না। নিশ্চয়ই আমরা পারবো।

১৬ সেপ্টেম্বর শনিবার শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে পল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আব্দুল হক সবুজ, উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, সাতোর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন রাজা, সাতোর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম শেখ, সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্ক রাহা বাপ্পি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

জনসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ