• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:৪১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:৪১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

শিক্ষা

শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি গোপাল

২১ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৯:০৮

শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি গোপাল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের।

২০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তিন কোটি টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নে আমতলী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত দৃষ্টিনন্দন একাডেমিক ভবনের উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে উল্লেখ করে মনোরঞ্জন শীল গোপাল বলেন, শিক্ষক দরদী মন নিয়ে শিক্ষা প্রদান করতে হবে। শিক্ষককেই সমাজের পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রতিযোগিতামূলক বিশ্বে আধুনিক ও তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতিকে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান এমপি গোপাল।

আমতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রহমতুল্লাহ ওয়াজেদ, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. কামাল হোসেন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, ভোগনগর ইউপি চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু, সুজালপুর ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম প্রমূখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমতলী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আহসান হাবিব।

এর আগে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সুজালপুর ইউনিয়নে মদনপুর হতে মহুগাঁও হাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ