• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৫:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৫:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

প্রয়াত মুশফিকুর রহমানের স্মৃতিচারণে মালদ্বীপ দোয়া-মাহফিল

৮ জুন ২০২৪ দুপুর ০২:২৪:২৬

প্রয়াত মুশফিকুর রহমানের স্মৃতিচারণে মালদ্বীপ দোয়া-মাহফিল

মালদ্বীপ প্রতিনিধি: সদ্য প্রয়াত বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও সাবেক মালদ্বীপ মিশনের প্রথম সচিব টিকে এম মুশফিকুর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

৭ জুন শুক্রবার রাত দশটায় বাংলাদেশি মালিকানাধীন আহমেদ মোত্তাকির এম আই কলেজ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, মানবতার সেবা হলো উত্তম সেবা, যে যার মতো মানবতার সেবায় কাজ করা উচিত। এতে দুনিয়াতে ও আখিরাতে শান্তি পাওয়া যায়। আর এমনই একজন ব্যক্তি ছিলেন মুশফিকুর রহমান। চাকরি জীবনের শুরু থেকেই সৎ এবং কর্মনিষ্ঠ কর্মকর্তা ছিলেন তিনি।

এজাজ আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুক্তার আলী লস্কর, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, মজিবুর রহমান, এনবিএল মানি ট্রান্সফার লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির ও সিও মাসুদুর রহমান, ব্যবসায়ী জহিরুল ইসলাম, মনির হোসেন, আলিম দুরানী, সাবেক এনবিএল কর্মকর্তা মো. কাশেদুল হক ও হায়দার আলী সাবু, ফুড অ্যান্ড ফুডসের সিও নুরে আলম রিন্টু, আসফী মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের কর্ণধার হাদিউল ইসলামসহ দুতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং দেশটিতে বসবাসরত প্রবাসী রাজনীতিবিদ, সাংবাদিক ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।

এম আই কলেজ প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আহমেদ মোত্তাকি বলেন, আমরা চাই প্রয়াত মুশফিকুর রহমানের মতো সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা প্রতিটি অফিস ও ঘরে ঘরে থাকে। কারণ আমাদের অফিসাররা ভালো হলে, আমাদের দেশ সমৃদ্ধ হবে। আজ প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে একটা জিনিস পরিষ্কার যে আমরা ভালো মানুষদের সম্মান জানাতে পারি।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি টি'কে'এম মুশফিকুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। অনুষ্ঠানে কুরআন তেলায়াত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা তাইজুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩