স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিখোঁজ ২ পুলিশ সদস্যর মধ্যে এ এস আই সদরুল আলমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
২৯ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে উপজেলার শিলাইদ ঘাট এলাকার পদ্মা নদী থেকে তাকে উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদীর মাঝামাঝি জায়গায় ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা সদরুল আলমের মরদেহ উদ্ধার করে। তবে অপর পুলিশ সদস্য এ এস আই মুকুল এখনও নিখোঁজ রয়েছেন। এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলেও জানায় ওসি।
এর আগে সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসসহ খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার ভোর রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে আসামী ধরতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। এই হামলার ঘটনায় আহত হয়েছেন এস আই নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন।
তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালানোর পাশাপাশি কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল সন্ধা ৭টা পর্যন্ত নদীতে উদ্ধার তৎপরতা চালায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available