জাবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
জুলাই ১২ শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল বের করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলরত শিক্ষার্থীরা। এরপর মিছিলটি শহিদ মিনার, বটতলা, ট্রান্সপোর্টসহ বিভিন্ন সড়ক ঘুরে শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে শিক্ষার্থীরা 'মেধাবীদের কান্না আর না আর না', ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন ধরনের কোটা বিরোধী শ্লোগান দিতে দিতে এগিয়ে যায়৷
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার যুগ্ম-আহ্বায়ক তৌহিদ সিয়াম বলেন, ‘বৃহস্পতিবার বৈষম্য বিরোধী কর্মসূচিতে আমরা পুলিশের বাধার সম্মুখিন হই। কিন্তু জাবির তারুণ্যের কাছে রাষ্ট্রযন্ত্রের হাতিয়ার পুলিশকে হার মানতে হয়েছে। তারা ছাত্রদের দমন করতে পারেনি। সব বিশ্ববিদ্যালয়ে পুলিশি আক্রমণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা মশাল মিছিল করে নিন্দা করছে। ছাত্রদের উপর হামলা করার দায় সরকারকে নিতে হবে। এর পেছনে যারা দায়ী তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।’
এসময় ইংরেজি বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, ‘মামলা করে যারা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে চেয়েছিলো তারা হয়তো জানে না, এভাবে আক্রমণ, মামলা করে ছাত্র আন্দোলন দমন করা যাবে না। আমাদের একদফা দাবি যতদিন সফল না হবে তত দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। পুলিশ চেয়েছিল আন্দোলনে বাধা দিতে কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, ‘আমরা আমাদের আন্দোলনে ঘাম ঝরিয়েছি। যদি প্রয়োজন হয় আমরা শুধু ঘাম নয় রক্ত দিয়েও আন্দোলন চালিয়ে যাবো। তবু আমরা এই আন্দোলন থামাবো না।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available